Friday, May 21, 2010

barthyo prem

পাহাড় দুটোর ভিশন ভাব
জন্মলগ্ন থেকেই যেন অভিন্ন

ওদের ভাবের প্রকাশ ঘটায় বৃষ্টি
অঝোর ধারায় ঝরে পরে.

পাখিদের কলতান, সবুজের মেলায়
জেগে ওঠে প্রেমের অব্যক্ত ভাষা

ঝরনা যখন উত্ফুল্ল তরঙ্গের মত বয়,
মিলিত হয় সমতলে এসে;
প্রেম তখন বাধন হারা.

দ্য্নামিতে র সব্দ আছড়ে পড়ল
আচর পড়ল এক পাহাড়ের গায়ে

দুঅসহ অভিঘাতে সবুজ হারালো
রক্তাক্ত পাহাড় মৃত্যু গামী.

অন্ত:সার শুন্য হওয়া দরিয়া আছে অপরজন;
বৃষ্টি আজও এসে ভাষার প্রদান হয় না.

মৃত্যু র অপেক্ষায় আজ সে মুখর.

No comments:

Post a Comment