Thursday, May 20, 2010

নামহীন

নতুন এক শব্দ ভেসে এল কানে
শ্রুতিমধুর , কিন্তু ভিশন জটিল,

মই ভেঙ্গে উত্থান যেমন আছে
লালায়িত ফণার বিষধর ছোবল
তাও আছে!

শব্দ কে ঘিরে আছে কৃষ্ণচুড়ার রং
অবুঝ মনের বেদনায় যা আরো রঙিন;

জীবন দরিয়ায় ভালবাসা এক ঝড়
শুধুই না পাবার বেদনা, অকুল পাথার!

No comments:

Post a Comment